বাংলাদেশ সাংবাদিক পরিষদ উত্তর জেলার কাউন্সিল

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

মফস্বল সাংবাদিকদের কল্যাণমুখী সংগঠন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) চট্টগ্রাম উত্তর জেলার কাউন্সিল গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। রাউজান জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে উত্তর জেলার কমিটি গঠন করা হয়। এ সময় জেলার ৭টি উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাসাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব পলাশ। সাধারণ সম্পাদক বিজয় ধরের পরিচালনায় কাউন্সিলে প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাট্যজন সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, দৈনিক আজাদী হাটহাজারী প্রতিনিধি কেশব কুমার বড়ুয়া, ফটিকছড়ি প্রতিনিধি সোলায়মান আকাশ, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি জাহেদুল আলম, বাসাপ নির্বাহী সদস্য রনজিত কুমার ধর, দপ্তর সম্পাদক নির্দেশ বড়ুয়া, সাংবাদিক প্রদীপ শীল ও গাজী জয়নাল আবেদীন যুবাইর। দ্বিতীয় অধিবেশনে আজাদীর রাউজান প্রতিনিধি মীর আসলামকে সভাপতি ও জনকণ্ঠের মীরসরাই প্রতিনিধি রাজিব মজুমদারকে সাধারণ সম্পাদক করে বাসাপ উত্তর জেলার ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি কেশব কুমার বড়ুয়া, শফিউল আলম ও সোলায়মান আকাশ, যুগ্ম সম্পাদক প্রদীপ শীল, সাংগঠনিক সম্পাদক গাজী জয়নাল আবেদিন যুবাইর, প্রচার সম্পাদক জাবেদ হোসাইন ও দপ্তর সম্পাদক সানোয়ার ইসলাম রনি। নির্বাহী সদস্য জাহেদুল আলম, আবুল খায়ের, রফিকুল ইসলাম ও কামরুল ইসলাম বাবু।

পূর্ববর্তী নিবন্ধরামপুর বঙ্গবন্ধু স্মৃতি সংসদের রজতজয়ন্তী
পরবর্তী নিবন্ধশিল্প ও সেবাভিত্তিক দেশে রূপান্তরিত হচ্ছে