বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড ‘এ’ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

আসন্ন বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের নিউজিল্যান্ড ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। ‘এ’ দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ৯ ক্রিকেটার। সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দু’টি চারদিনের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ‘এ’ দল। ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন নিক কেলি এবং চারদিনের ম্যাচে দায়িত্ব পালন করবেন জো কার্টার। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় মিডল অর্ডার ব্যাটার মুহাম্মাদ আব্বাসের। অভিষেক ম্যাচে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। এবার ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করবেন আব্বাস। এছাড়াও নিউজিল্যান্ড ‘এ’ দলে সুযোগ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা মিচেল হে, রিস মাইরু, জ্যাক ফোকস, নিক কেলি, বেন লিস্টার, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন ও আদিত্য আশোকের। সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথাক্রমে ৫, ৭ ও ১০ মে অনুষ্ঠিত হবে। ১৪ মে থেকে সিলেটেই প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ মে থেকে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ খেলতে নামবে দু’দল।

নিউজিল্যান্ড ‘এ’ দল : নিক কেলি (অধিনায়ক, ওয়ানডে), জো কার্টার (অধিনায়ক, চার দিনের ম্যাচ), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, ম্যাট বয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, মিচেল হে, কার্টিস হিফি, জেডেন লেনক্স, বেন লিস্টার, রিস মাইরু, ডেল ফিলিপস।

পূর্ববর্তী নিবন্ধভারত নিজেদের মানুষ মেরে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিদায়ী সম্মাননা পেলেন অস্ট্রেলিয়ান ম্যাচ রেফারি ডেভিড বুন