বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা দেওয়ার নির্দেশনা

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশে আসতে চাওয়া সাংবাদিকদের ভিসা দ্রুত অনুমোদন করতে বিদেশি মিশনগুলোকে নির্দেশনা দিয়েছে অন্তর্র্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তরফে শফিকুল আলম গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমরা আমাদের সব বিদেশি মিশনকে বাংলাদেশ সফরে আসতে ইচ্ছুক সাংবাদিকদের ভিসা দ্রুত অনুমোদনের জন্য বলেছি। বিশেষ করে নয়াদিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সাংবাদিকদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করে দিতে বলা হয়েছে, লিখেছেন শফিকুল আলম। খবর বিডিনিউজের।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়। তখন তাদের মধ্যে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আলোচনার সময় ভারতের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবেদন অতিরঞ্জিত করা হয়েছে। প্রকৃত অবস্থা জানতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরে এসে সংখ্যালঘু সুরক্ষা বিষয়ে মাঠ থেকে প্রতিবেদন করার আহ্বান জানান তিনি।

ওই প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম শনিবার লিখেছেন, সেকেন্ডারি সোর্স ব্যবহারের পরিবর্তে নিজে পরিস্থিতি দেখে প্রতিবেদন তৈরি করা ভালো। বাংলাদেশ ও অন্তর্র্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে কেউ রিপোর্ট করতে চাইলে তাকে স্বাগত।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সচিব শাহ কামাল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিভিন্ন মন্দিরে সিসি ক্যামেরা বিতরণ