বাংলাদেশ সফরে আসার কথা জানালেন মার্তিনেস

বাফুফে কিছুই জানে না

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা এমিলিয়ানো মার্তিনেস এবার ভারত ও বাংলাদেশে আসবেন বলে নিশ্চিত করলেন সময়। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের আমন্ত্রণে এই সফরে আসছেন মার্তিনেস। অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক সোমবার ফেইসবুক পোস্টে এই সফর নিয়ে রোমাঞ্চের কথা তুলে ধরেন। ‘আগামী ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। মোহনবাগান ক্লাবে একটি চ্যারিটি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করব, ভক্তদের অংশগ্রহণের অনেক অনুষ্ঠানে থাকব, এছাড়া স্পন্সরদের সংবর্ধনা এবং সুন্দর এই খেলার প্রচারসহ অনেক দাতব্য কর্মকান্ডে অংশগ্রহণ করব। আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক আছে। তাদের সাথে দেখা করতে আমি রোমাঞ্চিত। এই উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ শতদ্রু। আমি তোমাদের ভালোবাসি।’

এদিকে মার্তিনেসের এই সফরের ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে জানান সংস্থাটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বলেন,‘এ বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। আমাদের কাছে কোনো প্রস্তাবও আসেনি।’

পূর্ববর্তী নিবন্ধফেডারেশন কাপের শিরোপার জন্য লড়বে দু’দল ১৪ বছর পর মোহামেডান-আবাহনী ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধমমতার ওয়ার্ডভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা