আইসিসির চোখে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের প্রথম টেস্টের এই পিচ ‘গড়পড়তা মানের নিচে।’ ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই রেটিং দেওয়ায় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ওই ম্যাচের উইকেট নিয়ে শ্রীলংকার সাবেক অধিনায়ক ও আইসিসির সবচেয়ে অভিজ্ঞ ম্যাচ রেফারির পর্যবেক্ষণ জানা গেছে আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে। ‘পাঁচ দিনে খুব একটা পাল্টায়নি উইকেটের আচরণ। ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে ব্যাটে-বলে ভারসাম্যে আসেনি কোনো পরিবর্তন। পুরো সময়টাতেই ব্যাটিং সহায়ক থেকেছে উইকেট। পাঁচ দিনে উইকেট পড়েছে ১৭টি, রান হয়েছে ১২৮৯। উইকেট প্রতি রান এসেছে ৭৫.৮২ করে, যা খুব বেশি। আইসিসির গাইডলাইন অনুযায়ী, এই পিচ আমার কাছে গড়পড়তা মানের নিচে।’
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো পিচ ‘গড়পড়তার নিচে’ রেটিং পেলে ডিমেরিট পয়েন্ট যোগ হয় একটি। আর ‘নিম্নমানের’ উইকেটের জন্য ডিমেরিট পয়েন্ট তিনটি। ‘অনুপযুক্ত’ হলে ডিমেরিট পয়েন্ট পাঁচটি।












