বাংলাদেশ রেলওয়ের দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বুধবার চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে রং বেরঙের বেলুন উড়িয়ে দুই দিন ব্যাপি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ও রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি মো. সুবক্তগীন, প্রধান প্রকৌশলী (পূর্ব) ও রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সাধারণ সম্পাদক মো. আবু জাফর মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের দু’দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করছে। অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন সৈয়দপুর, পাকশি, লালমনিরহাট, স্বাগতিক চট্টগ্রাম, রাজশাহী পশ্চিম, পাহাড়তলী, হেডকোয়ার্টার পূর্ব ও ঢাকা। প্রতিযোগিতার ১৯টি ইভেন্টের মধ্যে গতকাল ১৩টি ইভেন্টের ফলাফল নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া ইভেন্ট গুলোর মধ্যে এগিয়ে রয়েছে লালমনিরহাট দল। বাকি ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে আজ। দুদিনব্যাপি এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিন আজ। আজ প্রতিযোগিতা শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। এই প্রতিযোগিতাকে ঘিরে রেলওয়ে কর্মকর্তা, কর্মচারীদের মাঝে উৎসবের সৃষ্টি হয়। সারা দেশের অ্যাথলেটরা জড়ো হয় চট্টগ্রামে। যদিও প্রতিযোগিতা থেকে এখন আর আগের মত জাতীয় মানের অ্যাথলেট বেরিয়ে আসে না। একটা সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ছিল রেলওয়ের দাপট। তারপরও এই ক্রীড়া প্রতিযোগিতা রেলওয়ের কর্মকর্তা, কর্মচারীদের জন্য বিরাট এক উৎসব।

পূর্ববর্তী নিবন্ধবাস্কেটবল বালক গ্রুপে সেন্ট প্লাসিডস স্কুলের শিরোপা পুনরুদ্ধার
পরবর্তী নিবন্ধচারুতা সঙ্গীত একাডেমীর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী