বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের অভিষেক

| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের অভিষেক গতকাল সকালে নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দীন মোহাম্মদ সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, কাজী আবুল বশর, বক্তব্য রাখেন মাওলানা কাজী মীর হাসানুল করিম মুনিরী, কাজী মাহমুদুল হক নঈমী, কাজী সিরাজুল ইসলাম, কাজী মোহাম্মদ ইউসুফ, কাজী এ কে এম একরামুল হক চৌধুরী, কাজী আবদুল আজিজ, কাজী আলমগীর আনসারী, কাজী ইব্রাহিম নিজামী, কাজী আবু সোয়াইব মুনিরী, কাজী কারিমুল হক নিজামী, কাজী ছৈয়দ আহমদ, কাজী আহমদ ছগীর, কাজী মো. এনামুল হক, কাজী নুরুল আলম, কাজী গোলাফুর রহমান, কাজী সেলিম উদ্দীন, কাজী সৈয়দ মো. নজরুল ইসলাম, কাজী জোবাইরুল হাসান।

সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ রোধে কনের স্থায়ী ঠিকানার নিকাহ রেজিস্ট্রার দ্বারা স্থানীয় কাজী অফিসে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক আইন করতে হবে। অন্যথায় বাল্যবিবাহ বন্ধ করা কঠিন হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘এই ধরণীর পথে প্রান্তরে’ গ্রন্থের প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধনগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল