চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সেপাক টাকরো লীগে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের মতবিনিময় সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে আইস ফ্যাক্টরী রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মোহাম্মদ মশিউর রহমান চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ আলম যুদ্ধাহত, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকার আবু শাঈদ মাহমুদ রনীকে চেয়ারম্যান, ব্যাবসায়ী ইবনে মিজান রুবেলকে সম্পাদক ও ব্যাংকার মোহাম্মদ মামুনকে ম্যানেজার করে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র চট্টগ্রাম সেপাক টাকরো কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শামিম আহমেদ সুমন সদস্য, মোহাম্মদ জাকারিয়া, সাইদুর রহমান আরমান।