বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগরের আয়োজনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গত ২৭ জুলাই ঢাকার সেগুন বাগিচাস্থ একটি রেস্টুরেন্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি ও বাংলাদেশের ডিপুটি এটর্নী জেনারেল মো. তাহেরুল ইসলাম তৌহিদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান এডভোকেট মো. জাফর হায়দার।
বিশেষ অতিথি ছিলেন গণফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আকমল, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ রিপন, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরীন আফরোজ, ইসরাত জাহান মুন্নি, জাকারিয়া লিমন, সৈয়দ জাকির, চলচিত্র নির্মাতা আতিক আসলাম বাবলু, ফাহিমা আক্তার কেয়া, ঝিমি, আপন প্রমুখ। বিজ্ঞপ্তি।