বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এই মাসে আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ২০১১ সাল থেকে হয়ে আসা ইউনেক্স–সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জের জুনিয়র ও সিনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টের আসর বসছে ১৩ থেকে ২১ ডিসেম্বর শহীদ তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়াম। সিনিয়র–জুনিয়র মিলিয়ে ১৯ দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায়। এন্ট্রির হিসাব অনুযায়ী প্রায় ৩ শত শাটলারের এ উৎসবে অংশ নেওয়ার কথা। এই টুর্নামেন্টে অংশ নেওয়া স্বাগতিক বাংলাদেশ দলের কোচেন দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রামের ছেলে মোস্তফা মোহাম্মদ জাবেদকে। দেশের সাবেক এক নাম্বার এই শার্টলার নিজের ক্যারিয়ার শেষ করার পর থেকেই ব্যাডমিন্টনের সাথে সম্পর্ক ছিন্ন করেনি। ক্ষুদে শার্ঠলারদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে কোচ হিসেবে সর্বোচ্চ ডিগ্রিও নিয়েছেন জাবেদ। আর সে সুবাধে দেশের ব্যাডমিন্টনের দায়িত্ব বর্তেছে এই সাবেক ব্যাডমিন্টন তারকার উপর। চট্টগ্রামের চান্দগাঁও এর সন্তান জাবেদ খেলোয়াড়ী জীবনে অনেক শিরোপা জিতেছেন। এবার পরের প্রজন্মকে নিজের পর্যায়ে নিয়ে যেতে চান জাবেদ।