‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার উদযাপিত হয়েছে তারুণ্যের উৎসব ও উদ্ভাবনী মেলা। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা হাসান মজুমদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও পরিচালক (প্রশাসন–১) মো. সালাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের পরিচালক (পরিদর্শন) মো. মোতাছিম বিল্লাহ, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের পরিচালক (প্রশাসন–২ ও ব্যাংকিং) মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের পরিচালক (ক্যাশ) কার্তিক চন্দ্র হালদার, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক (ক্যাশ) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. রেয়াজ উদ্দিন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সমিত চাকমা, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের উপপরিচালক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য খুরশিদা জাহান সোমা। বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. মঈন উদ্দিন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রাজীব ভট্টাচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।