বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো হলেন চবি শিক্ষক

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ এপ্রিল, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। গত বুধবার বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সেক্রেটারি হাসিনা খান স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়।

অনুভূতি জানিয়ে ড. মো. আতিয়ার রহমান বলেন, আমার জানা মতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এর আগে কেউ ফেলো নির্বাচিত হননি। বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হওয়ায় আমি ভীষণ খুশি কারণ এই একাডেমি হচ্ছে বাংলাদেশের প্রথিতযশা যেসব বিজ্ঞানীরা আছেন তাদের সর্বোচ্চ পর্ষদ। সেই পর্যদের ফেলো হতে পারা সত্যিই সম্মানের। এছাড়া বিজ্ঞানের জন্য কাজ করার দায়বদ্ধতাও এখান থেকে শাণিত হবে।

. আতিয়ার রহমান ১৯৯০ সালে মাধ্যমিক ও ১৯৯২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে ১৯৯৬ সালে স্নাতক ও ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। জাপান থেকে পিএইচডি ও ডারবান থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন ড. আতিয়ার রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পাঠদান শুরু করেন ২০০৬ সালে এবং অধ্যাপক পদে পদোন্নতি পান ২০১৯ সালে ৩০ সেপ্টেম্বর।

পূর্ববর্তী নিবন্ধসখিনা ইসলাম জামে মসজিদের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করতে হবে