বাংলাদেশ-পূর্ব তিমুরের সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে : প্রধান উপদেষ্টা

দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি

| সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যকার সম্পর্ক ক্রমশ গভীর এবং প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে অধ্যাপক ইউনূস বলেন, আমাদের সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। আমরা কিছু চুক্তি স্বাক্ষর করেছি। তবে চুক্তির বাইরে, আমরা নিশ্চিত করছি যে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অব্যাহত থাকবে এবং প্রসারিত হবে। তিনি বলেন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ইতোমধ্যে সব বাংলাদেশি বিনিয়োগকারীকে তার দেশে বিনিয়োগ করার আমন্ত্রণ জানিয়েছেন এবং দুই দেশের মধ্যে তৈরি হওয়া সম্পর্ককে আরও বৃদ্ধির জন্য উৎসাহিত করেছেন। খবর বাসসের।

অধ্যাপক ইউনূস স্মরণ করে, যখন তিনি প্রথমবার পূর্ব তিমুর সফর করেছিলেন, তখন তিনি দেখেছিলেন যে বাংলাদেশের অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্য সেই দেশের গ্রামের দোকানেও বিক্রি হচ্ছে। তিনি তিমুরলেস্তেকে আহ্বান জানান বাংলাদেশি পণ্য নিজ দেশে উৎপাদন করতে। কারণ এর চারপাশে বড় বাজার রয়েছে। এখনও অনেক বাংলাদেশি তিমুরলেস্তেতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ তিমুরের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই সম্পর্ক অব্যাহত রাখব।

বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি : বিডিনিউজ জানায়, সম্পর্ককে অন্য উচ্চতায় নিতে ভিসা অব্যাহতি চুক্তি করেছে বাংলাদেশ ও পূর্ব তিমুর। এছাড়া অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত একটি সমঝোতা স্মারকেও সই করেছে দুই দেশ। ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার উপস্থিতিতে ৫ম পৃষ্ঠার ১ম কলাম

এই চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পূর্ব তিমুরের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত স্মারকে সই করেন।

পূর্ববর্তী নিবন্ধহজ নিবন্ধনের সময় শেষ, অর্ধেকের বেশি কোটা খালি
পরবর্তী নিবন্ধ৭৮৬