বাংলাদেশ-পাকিস্তান পরিত্যক্ত ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেবে পিসিবি

| সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১:০১ অপরাহ্ণ

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরমধ্যে দু’টি ম্যাচের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসরে গত ২৫ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকা, ২৭ ফেব্রুয়ারি ‘এ’ গ্রুপে বাংলাদেশপাকিস্তান এবং ২৮ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়াআফগানিস্তান ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। এরমধ্যে অস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশপাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে পিসিবি। কারণ এই দু’ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে। এই দু’টি ম্যাচ রাওয়ালপিন্ডিতে নির্ধারিত ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী, বৈশ্বিক আসরে কোন ম্যাচ বৃষ্টির কারণে টস ছাড়া পরিত্যক্ত হয়, তাহলে সেই ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেবে আয়োজকরা। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বলও মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হওয়া দু’টি ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশপাকিস্তান ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত হয়। ১০ থেকে ১৪ মার্চের মধ্যে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে হসপিটালিটি বক্স এবং পিসিবি গ্যালারির টিকিটের মূল্য ফেরত দেবে না পিসিবি।

পূর্ববর্তী নিবন্ধনিউরন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আলোর জুটি সংঘ
পরবর্তী নিবন্ধবিপিএলে পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ আফ্রিদি