বিশ্বকাপ চলছে ভারতে। আর বাংলাদেশে অতিথি হয়ে এসেছে পাকিস্তানের মেয়েরা। তারা চট্টগ্রামে বাংলাদেমের বিরুদ্ধে খেলবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে আজ ২৫ অক্টোবর বুধবার দুই মুখোমুখি হচ্ছে বহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সফরে বাকি দুটি টি–টোয়েন্টি ম্যাচও অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। বিকাল ৪.৩০টায় শুরু হবে প্রতি ম্যাচ। এদিকে আজকের ম্যাচকে সামনে রেখে গতকাল নগরীর একটি হোটেলে সিরিজ ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ট্রফি উন্মেচন করেন দু’দলের অধিনায়ক পাকিস্তানের নিদা দার ও বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, পাকিস্তানের চাইতে আমরা এগিয়ে আছি। আমরা ভালো প্রস্তুতি পেয়েছি। ইনশাআল্লাহ ম্যাচে ভালো কিছু হবে। বাংলাদেশ দল মেন্টালি এবং ফিজিক্যালি পুরোপুরি প্রস্তুত। এখানকার উইকেট ভালো। আশা করি স্পোর্টিং উইকেটেই খেলা হবে। তাতে করে আমরা ব্যাটিং এবং বোলিংয়ে ভালো করতে পারবো। পাকিস্তান অধিনায়ক নিদা দার বলেন, বাংলাদেশে আসতে পেরে আমরা খুশি। আমরা এখানকার সবকিছু দেখে খুশি। এ সিরিজের জন্য আমরা প্রস্তুতি নিয়েই এসেছি। আশা করি ভালো কিছু করতে পারবো। আমি আগে এখানে এসেছি। জানি এখানকার অবস্থা। বাংলাদেশ ভালো সাইড। আমরা জানি ওরা ভালো খেলে। ওদের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় আছে। এখানে ভালো স্পিনার আছে। তবে আমি পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমাদের ইচ্ছে এখানে ভালো করা। টি–টোয়েন্টি সিরিজ শেষে দু’দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় মিরপুরের হোম অব ক্রিকেটে। এদিকে বৈরি আবহওয়ার কারণে আজকের প্রথম টি–টোয়েন্টি ম্যাচটি ঘিরে শঙ্কার সৃষ্টি হয়েছে। আশংকা ম্যাচটি যথাসময়ে অনুষ্ঠিত নাও হতে পারে। তবে দু’দলই মাঠে নামতে চায়। আজ দুপুরের পর আবহাওয়া ভালো থাকলে খেলা যথাসময়েই মাঠে গড়াতে পারে।