বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ার্স প্যানেলে সাথিরা জেসি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:৫৯ পূর্বাহ্ণ

আম্পায়ার হিসেবে বাংলাদেশের নারী ক্রিকেটে অনেক প্রথম কিছুর জন্ম হয়েছে সাথিরা জাকির জেসির হাত ধরে। এবার আরেকটি গৌরবের মাইলফলক গড়তে যাচ্ছেন সাবেক এই অলরাউন্ডার। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের ম্যাচ পরিচালনায় থাকবেন তিনি। সিলেটে বাংলাদেশনেদারল্যান্ডস সিরিজের আম্পায়ার্স প্যানেলে রাখা হয়েছে সাথিরাকে। তিনি দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল, তানভির আহমেদের মতো দেশের অভিজ্ঞ আম্পায়ারদের সঙ্গে। মূল আম্পায়ার হিসেবে অবশ্য থাকছেন না সাথিরা। সিরিজের প্রথম ও শেষ টিটোয়েন্টিতে তিনি থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে। দ্বিতীয় টিটোয়েন্টিতে তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ার হিসেবে। মাঠের আম্পায়ার না হলেও সাথিরার এগিয়ে চলা, তথা দেশের নারী ক্রিকেটের অগ্রগতির পথে এটি বড় একটি পদক্ষেপ। বাংলাদেশের নারী ক্রিকেটের শুরুর দিকের সেনানিদের একজন সাথিরা। তার আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ হয়নি। খেলেছেন দুটি ওয়ানডে ও একটি টিটোয়েন্টি। তবে দেশের হয়ে খেলেছেন তিনি আরও নানা টুর্নামেন্টে। ঘরোয়া ক্রিকেটে খেলার সময়ই কোচিং কোর্স করে কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেন। ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে ক্রিকেটার, কোচ ও ক্লাব কর্মকর্তার ভূমিকাতেও দেখা গেছে তাকে।

পরে তিনি পা রাখেন আম্পায়ারিংয়ে। এখানে তিনি এগিয়ে যান দ্রুত পায়ে। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ করে নেন দ্রুতই। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের আম্পায়ার ও টিভি আম্পায়ার মিলিয়ে ৮ ওয়ানডে ও ২২টি টিটোয়েন্টি পরিচালনা করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ার হিসেবে তালিকাভুক্ত হন সাথিরা। পরে উইমেন’স এশিয়া কাপ ও অনূর্ধ্ব১৯ উইমেন’স এশিয়া কাপে আম্পায়ারিং করেন। প্রথম বিশ্বকাপে আম্পায়ারিংয়ের স্বাদ পান তিনি গত জানুয়ারিতে অনূর্ধ্ব১৯ উইমেন’স বিশ্বকাপ দিয়ে। সামনেই পা রাখতে চলেছেন মূল বিশ্বকাপের আঙিনায়। সেপ্টেম্বরঅক্টোবরে ভারতশ্রীলঙ্কায় অনুষ্ঠেয় উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে তাকে দেখা যাবে। যদিও বিশ্বকাপের আম্পায়ার তালিকা এখনও প্রকাশ করা হয়নি, তবে তাকে এর মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে তার জন্য বড় একটি সুযোগ হয়ে এলো ছেলেদের সিরিজে কাজ করার অভিজ্ঞতা। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ তিনটি হবে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই শুরু সন্ধ্যা ৬টায়।

পূর্ববর্তী নিবন্ধতনচংগ্যা সমপ্রদায়কে খেলাধুলার সরঞ্জাম উপহার দিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ইন্টার-সেমিস্টার স্পোর্টস টুর্নামেন্টের উদ্বোধন