বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ দেখা যাবে যে চ্যানেলে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টেস্ট দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজটি বাংলাদেশ ছাড়াও বেশ কিছু দেশে সমপ্রচারিত হবে। দুটি টেস্ট ম্যাচ বাংলাদেশের গাজী টেলিভিশন ও টিস্পোর্টসে সরাসরি সমপ্রচার করা হবে। এছাড়া র‌্যাবিটহোল অ্যাপ ও টিস্পোর্টসের অ্যাপে দেখা যাবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের দুটি চ্যানেল ছাড়াও বিশ্বের বেশ কিছু চ্যানেলে এই সিরিজ প্রচার হবে। ভারতে অনলাইনে ফ্যান কোড অ্যাপে দেখা যাবে এই ম্যাচ। ফ্যান কোডএর ওয়েবসাইটেও সিরিজটি দেখা যাবে ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধনতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন কুসুম সিকদার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উল্কা সংঘ