মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে বাংলাদেশ হেরেছিল নেপালের কাছে। এবার নেপালের বিপক্ষে ভালো ফলের আশা বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৫ মিনিটে মুখোমুখি হবে দুই দল। মূলত এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতির জন্য নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আন্তর্জাতিক আঙিনায় লম্বা বিরতি পড়লেও ঘরোয়াতে লিগে খেলার মধ্যে ছিলেন সাবিনা-কৃষ্ণারা। লিগ শেষের পর দল নিয়ে অনুশীলনও সেরেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। নেপালের বিপক্ষে ভালো ফলের প্রশ্নে আশাবাদী তিনি। ‘অনেক বছর ধরে মেয়েরা একসাথে খেলে আসছে; তারা বয়সভিত্তিক দলেও একসাথে খেলেছে তাই এখন প্রত্যেকের মধ্যে খুব ভালো সম্পর্ক এবং বোঝার ক্ষমতা রয়েছে। যদি মেয়েরা দলবদ্ধভাবে তাদের সেরাটা দিতে পারে, তাহলে অবশ্যই আমরা কালকের ম্যাচে ভালো একটা ফলাফল পাব।