নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের ত্রিবার্ষিক সম্মেলন গত ২২ আগস্ট নগরীর হোটেল সৈকতের পারকি কনভেনশন হলে অনুষ্টিত হয়। বিভাগীয় সদস্য সচিব সজল কান্তি নাথ এবং যুগ্মআহ্বয়ক সুজন দেবনাথের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন বিভাগীয় আহ্বায়ক লায়ন ডা. নারায়ণ দেবনাথ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বরিশাল যুগ্ম জেলা জজ চন্দন কান্তি নাথ। মঙ্গলপ্রদীপ প্রজ্জলন করেন সনাতন ঋষি মহারাজ। উদ্বোধক ছিলেন নারায়ণ চন্দ্র দেবনাথ, সম্পাদকীয় বক্তব্য দেন, সদস্য সচিব সজল কান্তি নাথ। সংবর্ধিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আশীষ কুমার দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশীষ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন, দুলাল কান্তি নাথ, শংকর দেবনাথ, ইঞ্জিনিয়ার প্রাণতোষ নাথ, রামচন্দ্র দেবনাথ, আইনজীবী প্রহ্লাদ দেবনাথ। আশীর্বাদক ছিলেন ইঞ্জিনিয়ার হরেন্দ্র কুমার নাথ। বক্তব্য দেন, বাবুল চন্দ্র নাথ, গৌরাংগ দেব নাথ অপু, শামসুল আরেফিন, তাপস কুমার নন্দী, সুধীর চন্দ্র নাথ, বাবুল চন্দ্র নাথ, অধীর চন্দ্র নাথ, ডা. সব্যসাচী নাথ, শিমুল কান্তি মহাজন, অর্জুন কুমার নাথ, ড. শিপক কৃষ্ণ নাথ ও লিটন মহাজন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।