চলমান সেপ্টেম্বরেই বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা ছিল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক এই আসরটি ২৫–২৯ সেপ্টেম্বরব্যাপী চলতো। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি এবং সামগ্রিক অবস্থা পর্যালোচনার পর আসরটি স্থানান্তরিত হয়েছে দক্ষিণ আফ্রিকার ডারবানে। ভেন্যুর সঙ্গে সঙ্গে সময়ও পরিবর্তন হয়েছে। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের নতুন সূচি ঠিক হয়েছে ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত। ভেন্যু বদলে যাওয়ায় আর্থিক কারণে বাংলাদেশের অংশগ্রহণও অনিশ্চিত বলে জানালেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী। এছাড়া নিজেদেরও খানিকটা আর্থিক ক্ষতি হচ্ছে বললেন ফেডারেশনের কোষাধ্যক্ষ আজাদ।