বাংলাদেশ জাসদ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরী শাখার কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে এক সভা দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে জাসদ দক্ষিণ জেলার সভাপতি নুরুল আলম মন্টুর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩১ শে জানুয়ারি বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে (ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন) কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত, অ্যাড. আবু মো. নাসের, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ভানু রঞ্জন চক্রবর্তী, স্বপন কুমার চৌধুরী, এস.এম. আকতারুল আলম, মাহাবুবুল হক, সরোয়ার আলম চৌধুরী, আবদুল লতিফ, হায়দর আলী, সৈয়দ জাফর হোসেন, কামালপাশা, মো. লোকমান, এস.এম. ইউসুফ, দেলোয়ার হোসেন, অধ্যক্ষ সমীর দাশ, ওবায়দুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।