বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) চট্টগ্রাম মহানগর কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। এতে ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমকে আহ্বায়ক, অধ্যক্ষ এ কে এম ইসমাইল, অধ্যক্ষ মারুফুল ইসলাম, অধ্যক্ষ আবদুল মালেক, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, অধ্যক্ষ নুরুল আলমকে যুগ্ম আহ্বায়ক এবং অধ্যাপক কাজী মাহবুবুর রহমানকে সদস্য সচিব এবং অধ্যাপক ফোরকান উদ্দিন লাহিড়ীকে অর্থসচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস মহানগর কমিটি গঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।