বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া ‘কোঅপারেশন এ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (কারাত) গতকাল সোমবার শুরু হয়েছে। চট্টগ্রামের বানৌজা ঈসাখানস্থ স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকস (এসএমডব্লিউটি) এর মিলনায়তনে উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিটসহ মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ঊর্র্ধ্বতন কর্মকর্তা, জাহাজসমূহের অধিনায়কগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বাসসের।
বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে কমান্ডার বিএন ফ্লিটের সার্বিক ব্যবস্থাপনায় এঙারসাইজ সিএআরএটি –২০২৪ প্রশিক্ষণ ও মহড়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে গতকাল থেকে ২ মে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং স্পেশাল ফোর্স সোয়াডস্ অংশগ্রহণ করবে। যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ায় মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (এমডিএ) এবং ওমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) এর উপর সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া মার্কিন নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যবৃন্দের মধ্যে মেরিটাইম এভিয়েশন, সাইবার অপারেশন, মেডিক্যাল ও ডাইভিংসহ নৌ যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর সাবজেক্ট ম্যাটার এঙপার্ট এঙচেঞ্জের আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ মহড়ার মাধ্যমে দু’দেশের নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করা সম্ভব হবে।