বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ সমুদ্র মহড়ার গতকাল সোমবার চট্টগ্রামস্থ বিএন ফ্লিট হেডকোয়াটার্সে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কমান্ডার এঙপেডিশনারি স্ট্রাইক গ্রুপ সেভেনের রিয়ার এডমিরাল ফ্রেড কেচার ভিডিও কনফারেন্সে মাধ্যমে যোগদান করেন। কমান্ডার বিএন ফ্লিটের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মহড়ার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে উন্নত করা। পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর অপারেশনাল কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন, নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির সাথে পরিচিতি লাভ, যা বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সম্পন্ন করা হয়। এ প্রশিক্ষণ ও মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিশেষায়িত ইউনিট সোয়াডস্ ও নেভাল এভিয়েশন অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।