বাংলাদেশ ও পাকিস্তান দল এখন চট্টগ্রামে

শুক্রবার থেকে দুই টেস্টের সিরিজ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে এতটা বেহাল দশা খুব কমই কেটেছে বাংলাদেশের। যদিও সিরিজের শেষ ম্যাচটিতে জয়ের একেবারে কিনারায় গিয়েছিল টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। টি-টোয়েন্টি সিরিজের পর্ব এখন শেষ। এবার নতুন সিরিজের পথচলা। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজ। চট্টগ্রামে হবে সিরিজের প্রথম টেস্ট। টেস্ট সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বিসিবি। অপরদিকে পাকিস্তান টেস্ট স্কোয়াডের বাকি সদস্যরা বাংলাদেশে এসে দলের সাথে যোগ দিয়েছে। গতকাল বিকেলে দুদল একসাথে ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছে। বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে করে দুদল শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এরপর দুদলকে নিয়ে আসা হয় সিরিজ চলাকালে তাদের আবাস স্থল হোটেল র‌্যাডিসনে। বাংলাদেশ এবং পাকিস্তান দলের মধ্যকার টেস্ট সিরিজকে ঘিরে ইতিমধ্যেই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃক্সখলা বাহিনী। যেহেতু করোনার কারণে বাড়তি কিছু নিয়ম-কানুন মানতে হয় তাই সে বিষয়েও সজাগ বিসিবি এবং আইন-শৃক্সখলা নিয়ন্ত্রনকারী সংস্থাসমূহ।

বাংলাদেশের টেস্ট স্কোয়াডের বেশিরভাগ সদস্য অবশ্য আগে থেকেই চট্টগ্রামে অবস্থান করছেন। অধিনায়ক মোমিনুল হক, মুশফিকুর রহিম, নাঈম হাসানসহ বেশ কয়েকজন অনুশীলন করছেন চট্টগ্রামে বেশ কয়েকদিন ধরে। গতকাল বাকিরা এসে যোগ দিয়েছেন তাদের সাথে। আজ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পাকিস্তান দল ম্যাচের ভেন্যু জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে। বাংলাদেশ দল দুপুর দেড়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুশীলন করবে একই স্থানে। বাংলাদেশ এ বছরের জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলেছিল। আর দেশের মাটিতে সবশেষ টেস্ট খেলেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সে হিসেবে ২২ মাস পর নিজেদের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। তাও একেবারে ইনফর্ম পাকিস্তানের বিপক্ষে।
পাকিস্তানের বিপক্ষে এখনো পর্যন্ত কোন টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। দুদলের ১১ মোকাবেলায় ১০টি জয় পাকিস্তানের। একটি ম্যাচ ড্র হয়েছে। ২০১৫ সালে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে খুলনায় একমাত্র ম্যাচটি ড্র করেছিল বাংলাদেশ। সবশেষ দুদলের দেখা হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। পাকিস্তান সফরকালে প্রথম টেস্ট মাচটি অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ম্যাচটি বাতিল হয় করোনার কারণে। প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ইনিংস এবং ৪৪ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ। সে ধকল না কাটতে আবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আগের ব্যর্থতা ঝেড়ে নতুন করে পথ চলা শুরু করতে চায় বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে কতটা সফল হবে টাইগাররা সেটাই এখন দেখার অপেক্ষা।

পূর্ববর্তী নিবন্ধগণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপইয়ার্ডে তিন নিরাপত্তা কর্মীকে পিটিয়ে জখম