বাংলাদেশ ও আয়ারল্যান্ড ইমার্জিং দলের ম্যাচ ঘিরে সিএমপির সমন্বয় সভা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড ইমার্জিং দলের ওয়ানডে ও টেস্ট ম্যাচ ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামপাড়া পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।
সভায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও কার্যক্রম সংক্রান্তে আলোচনা হয়।
আগামী ১৮ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ম্যাচ ও একটি চারদিনের টেস্ট ম্যাচ খেলতে চট্টগ্রাম আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিসিবি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধসুবিধা বঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ