বাংলাদেশ ইমার্জিং দল এবং আয়ারল্যান্ড উলভস দলের মধ্যকার চারদিনের ম্যাচ শুরু হচ্ছে আজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। আয়ারল্যান্ডের এই দলটির বেশ কয়েকজন ক্রিকেটারের জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতাও আছে। অন্য দিকে বাংলাদেশ ইমার্জিং দলে যাদের রাখা হয়েছে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে পেরিয়ে আসা ক্রিকেটারদের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বেশ কয়েকজন ক্রিকেটার আছেন দলে। ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫, ৭ ও ৯ মার্চ।
তাদের সবাইকে খেলানোর সম্ভবনাও বেশি। চার দিনের ম্যাচটিসহ ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
তারপর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ।