বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভা

| বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) সভা গতকাল মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বিহা প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলীর সভাপতিত্বে সভায় দেশের শীর্ষ তারকা মানের হোটেলগুলোর প্রতিনিধি উপস্থিতি ছিলেন। সভায় আতিথেয়তা শিল্পের উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার কৌশল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় তারকা হোটেলগুলোর ক্রমবর্ধমান বিদ্যুৎ ও গ্যাস বিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং টেকসই ও ব্যয় সাশ্রয়ী সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করা হয়। বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫এর পরিকল্পনা ঘোষণা করা হয়, যা হোটেলগুলোর মধ্যে সৌহার্দ্য এবং দলগত কাজের উন্নয়নের জন্য একটি আন্তঃহোটেল ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে আয়োজন করা হবে। তাছাড়া, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়, যাতে দেশি ও আন্তর্জাতিক অতিথিদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়। সভায় বিহা স্ট্যান্ডিং কমিটি অন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের কোচেয়ারম্যান সাখাওয়াত হোসেনকে ২০২৪ সালে সর্বোচ্চ সংখ্যক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জনের জন্য স্বীকৃতি প্রদান করে। সভায় দেশের শীর্ষস্থানীয় হোটেলগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও ট্যুরিস্ট পুলিশ সুপার (ঢাকা অঞ্চল) মো. নাইমুল হক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ