বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

বেশ কিছুদিন ধরে ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবে ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহ্যবাহী নিদর্শনের সামনে ট্রফি উন্মোচন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় সিলেটের সুরমা নদীর তীরবর্তী আলী আমজাদের ঘড়ির সামনে বাংলাদেশআয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ডু বার্লবির্নি। এ সময় দুই অধিনায়ক ছাড়াও বিসিবির কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৮৭৪ সালে নির্মিত এই ঘড়িঘর সিলেটের প্রবেশদ্বার, কীন ব্রিজের ডানপার্শ্বে অবস্থিত। সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান তার ছেলে আলী আমজদের নামে ঘড়িটি নির্মাণ করেন। লোহার খুঁটির ওপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতির স্থাপত্যশৈলীতে তৈরি এই ঘড়ি আজও সিলেট শহরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। এই ঘড়ির ব্যাসার্ধ আড়াই ফুট, কাঁটার দৈর্ঘ্য দুই ফুট। ঘড়ির সামনে ট্রফি প্রদর্শনের মাধ্যমে শহরের ঐতিহাসিক স্থানের সঙ্গে খেলাধুলার সংযোগ স্থাপন করা হলো, যা স্থানীয় পর্যটনে ভূমিকা রাখবে। আগামী ১১ নভেম্বর থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি ম্যাচটি শুরু হবে ১৯ নভেম্বর থেকে, ঢাকার মিরপুরে।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানকে হারিয়ে যুব ওয়ানডে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচার কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন