বাংলাদেশ-আরব আমিরাত প্রথম টি-টোয়েন্টি আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৭ মে, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

আগামী টিটোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে ছয় ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। তারই প্রস্তুতি হিসেবে আজ থেকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুরু হচ্ছে দুই ম্যাচের আরেকটি সিরিজ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া প্রথম ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস চ্যানেল। এই ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশের স্থায়ী অধিনায়ক হিসেবে খেলতে নামবেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ৩০ ব্যবধানে সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। গত বছরের ডিসেম্বরে ক্যারিবিয়ান মাটিতে অনুষ্ঠিত সিরিজটি টাইগারদের সর্বশেষ টিটোয়েন্টি ছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি লিটন। তারপরও অধিনায়ক হিসেবে নিজ দলের সামর্থ্য দেখিয়েছেন তিনি। ফলে লিটনের ওপর আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। এতে এই ফরম্যাটে স্থায়ীভাবে অধিনায়কের গুরুদায়িত্ব পান লিটন। এই সিরিজকে স্মরণীয় করে রাখার চেষ্টা করবেন জানিয়ে লিটন বলেন, দীর্ঘমেয়াদী সাফল্যের পথে সংযুক্ত আরব আমিরাত সিরিজ একটি ধাপ হবে।

দেশ ছাড়ার আগে লিটন বলেছিলেন অবশ্যই আমরা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিততে চাই। আমাদের লক্ষ্য সবসময় এরকমই থাকে। আমরা যে কোনও খেলায় জিততে চাই। আমরা একটি দল হিসেবে দীর্ঘমেয়াদী সাফল্য চাই। আমরা একটি শক্তিশালী দল গড়ে তুলতে চাই। যারা যেকোনো কন্ডিশনে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে জিততে পারে। শক্তি এবং ক্রিকেট সংস্কৃতির দিক থেকে দুই দলের মধ্যে যে পার্থক্য আছে, তা বিবেচনা করে এই সিরিজ সহজেই জেতা উচিত বাংলাদেশের। এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ খেলে সবগুলোই জিতেছে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাত সফরে দুই ম্যাচের সিরিজ ২০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। নিজেদের টিটোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের পারফরমেন্স খুব বেশি ভালো নয়। ১৮২ ম্যাচ খেলে ৭১টিতে জয় এবং ১০৭টিতে হেরেছে টাইগাররা। আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দুই ম্যাচ জিততে পারলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বাড়বে বাংলাদেশের। কারণ ২০২৬ সালের টিটোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে টাইগাররা। ধারণা করা হচ্ছে লিটনের অফ ফর্ম তার অধিনায়কত্বের উপর চাপ ফেলতে পারে। কিন্তু এটিকে খুব বেশি আমলে নিচ্ছেন না লিটন। তিনি জানান অধিনায়কত্বের দায়িত্ব ফর্মে ফিরতে ভূমিকা রাখবে।

এই সিরিজের জন্য আরব আমিরাতও শক্তিশালী দল গঠন করেছে। এই দলগুলো শুধু এই টিটোয়েন্টি ভার্সনই খেলে থাকে। ফলে তারা যেকোনো সময় যেকোনো বড় দলকে হারিয়ে চমক দেখায়। আরব আমিরাতও নিশ্চয়ই তেমন কিছুর আশা করবে। তবে পরিসংখ্যান তাদের পক্ষে কথা বলে না। বাংলাদেশ দল এই দুই ম্যাচ জিতে তবেই পাকিস্তান যেতে চাইবে।

পূর্ববর্তী নিবন্ধসড়কে মৃত্যু থামছেই না
পরবর্তী নিবন্ধবেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল