বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগেই জানা গিয়েছিল আসন্ন এই সিরিজের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে। সেই ভেন্যু ঠিক রেখেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আসন্ন এই সফরে ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। এশিয়া কাপের পর ২ অক্টোবর সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। আর বাকি দুই ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর, ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।