আমাদের আশেপাশে নদী নালা খাল
জেলেরা ধরে মাছ তাতেই ফেলে জাল
চাষিরা লাঙ্গল চালায় মাটে বুনে ধান
কিচিরমিচির পাখিদের শুনে মিষ্টি গান।
আমাদের আঙ্গিনায় ভিন্ন রকম ফুল
ফোটে আরো শোভা দেয় সুভাষ অতুল
বাতাসে মৃদুল দোলে গাছপালার ঢাল
কুয়াশার ফাঁকে দেখি রঙিন সকাল।
আমাদের পুকুর ডোবায় ভরা থাকে মাছ
সন্ধ্যায় দেখি মোরা ঝিঁঝি পোকার নাচ
তারকার মাঝে দেখি জোছনা ভরা চাঁদ
বাংলা মাটির সাথে রয় সকলের সুবাদ।