বাংলা ভাষায় ভেজাল চাই না

শরণংকর বড়ুয়া

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্ণ

বহু বছর বা যুগ ধরে বাংলা ভাষার উৎপত্তি। তখন অর্থাৎ ব্রিটিশ আমল বা তার আরো আরো আগে কবি, সাহিত্যিকের লেখালেখিগুলো ছিল ভিন্ন ধরনের, উচ্চারণ ছিল আলাদা। ঐগুলো পড়তে খুব কষ্ট হয় তবে তখন শুদ্ধ বাংলা ও প্রচলন ছিল না তা নয়। আস্তে আস্তে সময়ের পরিবর্তনে শব্দগুলো একের পর এক আধুনিকতায় রূপ নিয়ে খুব সুন্দর বাংলা ভাষার রূপান্তর হয়ে সঠিক এবং দৃঢ়ভাবে তার জায়গা দখল করে। সকলের মনে প্রাণে গ্রহণযোগ্যতা অর্জন করে নিয়েছে। আজ দুই বাংলার বাইরেও তথা জাতিসংঘে আমাদের মায়ের ভাষা স্থান পেয়েছে। তার জন্য আমরা গর্বিত। ইদানিং অতি শিক্ষিত নিজেকে জাহির করার জন্য ছেলেমেয়েরা বা কিছু মানুষ কথা বলার সময় এবং আমাদের মার্জিত ভাষার ভিতরে ফাঁকে ফাঁকে ইংরেজি শব্দ ঢুকিয়ে নিজেকে স্মার্ট উগ্র আধুনিকতা প্রমাণ করতে থাকে। যা শুনতে বিরক্তিবোধ হয় এবং আমাদের ভাষার অপমান হয় বলে মনে করি। কই কখনো দেখি না বা শুনিনি ইংরেজরা অনেকে বাংলা জানা সত্ত্বেও তাদের মধ্যে কথা বলার সময় আমাদের ভাষা মাঝখানে ঢুকিয়ে কথা বলতে। জেনেছি ফ্রান্সে সকলে ভালো ইংরেজি জানে এবং বুঝে কিন্তু কখনোই তারা নিজেদের ভাষা ছাড়া বলতে চায় না। কারণ তারা তাদের ভাষাকে সম্মান করে। জানতে এবং বুঝতে হবে আমাদের মায়ের ভাষার জন্য লক্ষ লক্ষ মা বোনেরা ইজ্জত দিয়েছে। ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। ৭১ সালে রক্তের বন্যা বয়েছিল তাই তাদের কথা ভেবে এই ধরনের উচ্ছৃঙ্খল আধুনিকতা ছেড়ে মায়ের ভাষা রক্ষার জন্য কি পরিণাম আত্মত্যাগ করেছে বাংলার জনগণ অন্তত তাদের কথা মাথায় রেখে সঠিক সুন্দর বাংলা ভাষা ব্যবহার করার জন্য সকলের প্রতি সম্মান রেখে অনুরোধ করছি। এতে শহীদের রক্তের প্রতি সম্মান অক্ষুণ্ন থাকবে এবং অপসংস্কৃতির মাঝে আমাদের ভাষা হারিয়ে যাবে না।

পূর্ববর্তী নিবন্ধনিমতলায় প্রয়োজন ফুটওভারব্রিজ
পরবর্তী নিবন্ধবন্ধুত্ব