বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে পৃথক শোভাযাত্রা করেছে চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা ও হাটহাজারী উপজেলা বিএনপি ও জাসাস। গত সোমবার অনুষ্ঠিত এসব শোভাযাত্রায় দলীয় নেতকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
নগর বিএনপি : নগরের নূর আহম্মদ সড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় নগর বিএনপির। শোভাযাত্রার পূর্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা সাঈদ আল নোমান ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।
মাহবুবের রহমান শামীম বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ভাষার জন্য গর্বিত একটি দিন। এই নববর্ষে আমরা সকলকে শুভেচ্ছা জানাই এবং দেশের উন্নতি ও সুখ–শান্তির জন্য আমাদের ঐক্যকে শক্তিশালী করার আহ্বান জানাই। ডা. শাহাদাত হোসেন বলেন, নববর্ষ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য রত্ন। আজকের শোভাযাত্রার মাধ্যমে আমরা শুধু নববর্ষ উদযাপন করছি না, বরং আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতীয় চেতনাকে সম্মান জানাচ্ছি।
মীর হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের জনগণের কাছে আজকের দিনটি একটি সাংস্কৃতিক উত্থান, একটি পুনর্জাগরণের সূচনা। আজ আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং দেশের সমৃদ্ধির জন্য একত্রিত হয়ে পথ চলতে প্রতিজ্ঞাবদ্ধ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, নগর বিএনপির সদস্য মোহাম্মদ হাশেম, জাহাঙ্গীর আলম দুলাল ও কামরুল ইসলাম।
দক্ষিণ জলা বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পটিয়া উপজেলার ইন্দ্রপুল বাইপাস গোল চত্বর থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। দীর্ঘ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পটিয়া দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় হাতি, ঘোড়া গাড়ি, বাঙলার ঐতিহ্য সম্বলিত রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে চট্টগ্রাম বিএনপির দক্ষিণ জেলা, উপজেলা, পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
মীর হেলাল বলেন, দীর্ঘ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে সর্বাত্মকভাবে লড়াই করেছে বিএনপি। নির্বাচন আদায়ে প্রয়োজনে রাজপথ আবারো আন্দোলনে হবে। শান্তিপূর্ণ বিশাল শোভাযাত্রা বিক্ষোভে রূপ নিতে একটি ঘোষণায় যতেষ্ট জানিয়ে তিনি দেশবাসীকে বিভ্রান্ত না করে অবিলম্বে নির্বাচন দেয়ার দাবি জানান।
আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘবছর এদেশর মানুষকে নিজের মতো করে সংস্কৃতি– ঐতিহ্য পালন ও চর্চা করতে দেয়নি। তারা সর্বক্ষেত্রে ফ্যাঁসিবাদ ব্যবস্থা কায়েম করেছে।
লায়ন হেলাল উদ্দিন বলেন, দীর্ঘবছর পর ফ্যাঁসিবাদের পতন ঘটিয়ে বাংলার মানুষ আজ মুক্তির আনন্দে মেতেছে। যা শোভাযাত্রায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।
অন্যান্যের মধ্যে শোভাযাত্রায় অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সৈয়দ সাদাত আহমেদ, সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য বদরুল খায়ের চৌধুরী, আজিজুল হক চেয়ারম্যান, এস এম মামুন মিয়া, নুরুল আনোয়ার চৌধুরী, মাস্টার লোকমান, আমিনুর রহমান চৌধুরী ও মুজিবুর রহমান চেয়ারম্যান।
হাটহাজারী বিএনপি ও জাসাস : ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবেদের অবসান’ স্লোগানে বাংলা নবর্বষকে স্বাগত জানিয়ে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি ও জাসাস–এর বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং সদস্য সচিব গিয়াস উদ্দিন ও অহিদুল আলম– এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল।
এসময় মীর হেলাল বলেন, ফ্যাসিবাদী অপশক্তি বাঙালি জাতিসত্তা বিরোধী নানা অনুষঙ্গ যুক্ত করে যা এতদিন গণমানুষের ঐক্য বিনষ্ট করে নানা বিভক্তি তৈরি করে রেখেছিল। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব নূর মোহাম্মদ, আলহাজ্ব জাকের হোসেন, মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান, ডা. রফিকুল আলম চৌধুরী, মো. অহিদুল আলম, এমএ শুক্কুর কাউন্সিলর, এস এম ফারুক, হাকিম উদ্দিনসহ নেতৃবৃন্দ।