বাংলা টাইগার্সের তারার মেলায় যোগ দিলেন আজহারউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

মরুর বুকে এরই মধ্যে ঝড় তুলেছে বাংলাদেশের দল বাংলা টাইগার্স। আবুধাবী টি-টেন টুর্নামেন্টে বাংলা টাইগার্স এবারে বিশ্ব সেরা ক্রিকেটারদের দলভুক্ত করে বেশ চমক দিয়েছে। শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, ফাফ ডুপ্লেসিসের মত তারকা ক্রিকেটার এখন বাংলা টাইগার্স দলে। এবার চট্টগ্রামের মালিকানাধীন দলটিতে যোগ দিয়েছেন আরেক বিশ্বসেরা তারকা। তিনি হচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। এই কিংবদন্তীকে ব্রান্ড এম্বেসেডর করেছে করেছে বাংলা টাইগার্স। আসন্ন টি-টেন লিগে বাংলা টাইগার্সকে পরামর্শও দেবেন আজহার। এই কিংবদন্তী যোগ দেওয়াতে বাংলা টাইগার্সের গুরুত্ব আরো অনেকখানি বেড়ে গেছে বলে মনে করেন দলটির ওনার ইয়াছিন চৌধুরী। তিনি জানান আজহারউদ্দিন যে শুধু এই টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে কাজ করবেন তা কিন্তু নয়। তার তত্ত্বাবধানে আরব আমিরাত এবং চট্টগ্রামে ক্রিকেট একাডেমি করবে বাংলা টাইগার্স।
আবুধাবী টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আর সে টুর্নামেন্টে অংশ নিয়ে বাংলা টাইগার্স বাংলাদেশের পাশাপাশি চট্টগ্রামের নামকে উজ্জল করেছে। ইয়াছিন চৌধুরী বলেন এক সময় এই আরব আমিরাতে বাংলাদেশীদের কেবলই শ্রমিক মনে করত। কিন্তু এই টুর্নামেন্টে গত দুই আসরে অংশ নিয়ে আরবদের মাঝে বাংলাদেশ সম্পর্কে ধারনাও পাল্টে গেছে। দলে বিশ্বসেরা তারকাদের অন্তর্ভূক্তি সবার নজর কেড়েছে। যার নতুন সংযোজন মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতের সাবেক এই বিশ্বসেরা ক্রিকেটারও বাংলা টাইগার্সকে নিয়ে এগিয়ে যেতে চান। একটি মান সম্পন্ন ক্রিকেট একাডেমি যেখান থেকে মান সম্পন্ন ক্রিকেটার উঠে আসবে তেমনই একটি একাডেমি চট্টগ্রামে করবে বাংলা টাইগার্স। যেখান থেকে দেশের ক্রিকেটে ক্রিকেটার যোগান দেওয়া হবে। মোহাম্মদ আজহারউদ্দিন সে একাডেমির পরামর্শক হিসেবে থাকবেন। ক্রিকেট নিয়ে স্বপ্নবাজ মানুষ ইয়াছিন চৌধুরী এই ক্রিকেট একাডেমি গঠনে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসেই রাম রহিম সিংয়ের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধশেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন