বাংলা কমিউনিটি সিঙ্গাপুরের (BCS) শারদীয় দুর্গাপূজা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই পূজা ছিল এক অনন্য সাংস্কৃতিক ও ধর্মীয় মিলনমেলা, যা সিঙ্গাপুরের বাঙালি সম্প্রদায়সহ সকল জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিল।
প্রতিদিনের পুষ্পাঞ্জলি, ভোগ, আরতি এবং ধুনুচি নৃত্য ছিল অত্যন্ত জনপ্রিয়। প্রতি সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপছে পড়া দর্শকদের মুগ্ধ করেছে। BCS-এর সভাপতি উত্তম কুমার নাগ ও সাধারণ সম্পাদক হরিদাস চন্দ্র বসাক পূজার সফল আয়োজনের জন্য সকল স্বেচ্ছাসেবক, স্পনসর, শিল্পী এবং অংশগ্রহণকারী দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তাঁদের মতে, “এই পূজা আমাদের সংস্কৃতি, ঐক্য এবং মানবিক বন্ধনের প্রতীক। আমরা গর্বিত যে সিঙ্গাপুরে এমন একটি উৎসব আয়োজন করতে পেরেছি যা সকলের জন্য উন্মুক্ত”।