বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম

| শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম। গতকাল বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, আমাকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার চিঠি পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ে কিছু প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে আশা করা যায় রোববার যোগ দেব। মোহাম্মদ আজম বাংলা একাডেমিতে অধ্যাপক মো. হারুনউররশীদ আসকারীর স্থলাভিষিক্ত হচ্ছেন। খবর বিডিনিউজের।

রশীদ আসকারী গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ অগাস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন রশীদ আসকারী।

পূর্ববর্তী নিবন্ধউত্তর হালিশহর রহমানিয়া দরবারে হযরত ইমাম রব্বানীর ওরশ
পরবর্তী নিবন্ধইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ