সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫০ হতদরিদ্র ব্যক্তিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গত বুধবার পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন।
চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় এমপি দিদারুল আলমের পক্ষে উক্ত খাদ্যসামগ্রী প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলম, মো. জসিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমিন, মো. জয়নাল আবেদীন টিটু প্রমুখ।