বাঁশখাালী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম গ্রেফতার

| রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমকে গ্রেফতার করেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

ওসি আব্দুল করিম বলেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমকে আজ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর খোরশেদ আলমকে কোতোয়ালী থানা হেফাজতে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে শঙ্খ নদীতে ভেসে আসল অর্ধগলিত যুবকের লাশ
পরবর্তী নিবন্ধ‎মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু