বাঁশখালীর ৯ ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নিয়োগ

৪ ইউনিয়নে দায়িত্ব পালন করছেন স্ব স্ব চেয়ারম্যান

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

৫ আগস্টের পর থেকে সারাদেশের ন্যায় বাঁশখালীর ১৪টি ইউনিয়নের মধ্যে কয়েকটি ইউনিয়ন ছাড়া অধিকাংশ ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন করেনি। ফলে সাধারণ জনগণ নানাভাবে ভোগান্তিতে পড়ে। এছাড়া শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত্যুবরণ করায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

সে দুর্ভোগ লাগবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে বাঁশখালীর ৯টি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। গত ৯ জানুয়ারি সে আদেশ প্রদান করলে বিষয়টি জানাজানি হয় গতকাল বৃহস্পতিবার। জারিকৃত অফিস আদেশে উল্লেখ করা হয়, এতদ্বারা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২৬৮৪ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক বাঁশখালী উপজেলার খানখানাবাদ, কালীপুর, বৈলছড়ি, কাথরিয়া, সরল, শীলকূপ, চাম্বল, শেখেরখীল ও ছনুয়া ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিম্ন বর্ণিত প্যানেল চেয়ারম্যানগণকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানরা হলেন, খানখানাবাদ ইউনিয়নে শহীদুল ইসলাম সিকদার, কালীপুর ইউনিয়নে মো. আবুল কালাম, বৈলছড়ি ইউনিয়নে বিকাশ দত্ত, কাথরিয়া ইউনিয়নে বাদশা মিয়া, সরল ইউনিয়নে রোকসানা আকতার, শীলকূপ ইউনিয়নে মো. রাশেদ নুরী, চাম্বল ইউনিয়নে মোহাম্মদ শহীদ উল্লাহ, শেখেরখীল ইউনিয়নে শামসুল আলম ও ছনুয়া ইউনিয়নে নুরুল আমিন ছানুবী।

এদিকে বাঁশখালীর ৪ ইউনিয়নের চেয়ারম্যান এলাকায় অবস্থান করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা হলেন, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহউদ্দিন কামাল, পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তারেকুর রহমান, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দিন ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস। গত ১০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী। ফলে এই ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য হয়। সে ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন শামসুল আলম। সাধারণ জনগণের ভাষ্যমতে দীর্ঘ সময়ে জনপ্রতিনিধি শূন্যতার বিষয়টি অনেকদিন পর অবসান হলো।

পূর্ববর্তী নিবন্ধভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা
পরবর্তী নিবন্ধ৮০০ কোটির প্রাসাদ, ১০৩ কোটির ফ্ল্যাট!