বাঁশখালীর সাধনপুরে বৈলগাঁওতে মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, থানা ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে মাদক বিরোধী দল। গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে ১টি মাদকের দোকান উচ্ছেদ করা হয় এবং দেশীয় মদ জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ ওসি মো. কামাল উদ্দিন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, মাদক সেবক ও বিক্রিকারিদের আইনের আওতায় এনে তা রোধ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।