বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের সমাদ মিয়ার বাপের বাড়ি এলাকায় এক অগ্নিকাণ্ড সংঘটিত হয়। গতকাল বুধবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে ৪টি বাড়ির মালামাল পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে বলে জানান, বাঁশখালী ফায়ার স্টেশনের দায়িত্বরত অফিসার মিজানুর রহমান। স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং বাঁশখালী ফায়ার স্টেশনের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, শেখেরখীল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সমাদ মিয়ার বাপের বাড়ি এলাকায় বুধবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময় মুহুর্তের মধ্যে মো. ছগির, জাফর আহমদ, মাওলানা ওসমান ও ফজল কাদেরের ৪টি বাড়ির মালামাল পুঁড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের দায়িত্বরত অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান।