চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের বড়ুয়া পাড়ায় এক চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার দিবাগত রাতে শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় জয়সেন বড়ুয়ার বাড়িতে একদল চোর ঘরের তালা ভেঙে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ঘটনার সময় বাড়ির মালিক জয়সেন বড়ুয়া ও তাঁর স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না। চিকিৎসাজনিত কারণে তাঁরা চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের ভেতরে আলমিরা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং বিভিন্ন আসবাবপত্র তছনছ করা হয়েছে। চোরের দল নগদ প্রায় ৪০ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করেন বাড়ির মালিক জয়সেন বড়ুয়া । ঘটনার পর বিষয়টি বাঁশখালী থানায় অবহিত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে অপরাধীকে গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ সহ আইনগত ব্যবস্থা গ্রহন করব।












