বাঁশখালীর লেয়াকত চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

মুক্তি দাবিতে গন্ডামারায় মিছিল

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান ও আলোচিতসমালোচিত বিএনপি নেতা লেয়াকত আলী (৫৪) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় ঢাকার নয়াপল্টন এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ঢাকায় লেয়াকত আলীর গ্রেপ্তারের খবরে গন্ডামারা এলাকায় কয়েকশ নারী পুরুষ ব্যানার ও লাঠি নিয়ে তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে মিছিল করে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে লেয়াকত আলীকে সাথে নিয়ে গন্ডামারা এলাকায় বিশেষ অভিযানে যায় বাঁশখালী থানা পুলিশ। আলোচিতসমালোচিত বিএনপি নেতা ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান মো. লেয়াকত আলী গত কিছুদিন আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে আবারো বিএনপির ঢাকা ও চট্টগ্রামের জনসভায় দলবলসহ অংশ নিয়ে আলোচনায় আসেন। এর জন্য দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়। এদিকে দীর্ঘ সময় এলাকায় অবস্থান করে লেয়াকত আলী প্রতি রাতে শত শত লোকের উপস্থিতিতে পুঁথির আসর করা সহ নানা ধরনের রাজনৈতিক আলোচনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজের অনুভূতি প্রকাশ করেন। কিছুদিন আগে গন্ডামারা

এলাকায় এক অভিযানে শত শত লোকের উপস্থিতির কারণে বাঁশখালী থানা পুলিশ তাকে আটক করতে পারেনি। সর্বশেষ তিনদিন আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাঁশখালীর পদ বিহীন নেতাকর্মী নিয়ে বাঁশখালী ও হাটহাজারী থানার গায়েবী মামলা থেকে আগাম জামিনের আশায় মহামান্য হাইকোর্টে প্রবেশ করছি। সকলের দোয়া চাই’ এটা লিখে ঢাকায় অবস্থান নেন। বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটা টিম তাকে গ্রেপ্তার করে। এদিকে লেয়াকত আলীকে গ্রেপ্তারের খবরে গন্ডামারা এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তার জন্য থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, লেয়াকত আলীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ নানা অপরাধে ২১টিরও বেশি মামলা রয়েছে। অনেক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ বলেন, থানায় হস্তান্তরে পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিদগ্ধদের চিকিৎসা খরচ ও ১৮ পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের দায়িত্ব আমার
পরবর্তী নিবন্ধকাভার্ডভ্যানের ধাক্কায় ধানক্ষেতে উড়ে গেল বাস, নিহত ৪