বাঁশখালীর মেয়ে তহুরা সুলতানা রেখা মাউন্ট কানামো চূড়ায় আরোহণ করেছেন। অভিযাত্রী তহুরা সুলতানা রেখা গতকাল মাউন্ট কানামো চূড়ায় আরোহণ করেন। প্রায় ৬ হাজার মিটার উঁচুতে ভারতের হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলার কিবের গ্রামের নিকটবর্তী মাউন্ট কানামো। বর্তমানে সে সুস্থ ও নিরাপদে আছে বলে সূত্রে জানা গেছে।
গত ৩০ জুলাই তার যাত্রা শুরু হয় এবং ৩১ জুলাই ফিরে আসে বলে তহুরা সুলতানা রেখা তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। তিনি আরও লিখেন, এই চূড়া স্পর্শ করতে গিয়ে একটা হতাশার গল্প তৈরি হয়েছিলো। সবশেষে আমরা দুইজন সফল হয়েছি। আমি আরও বেশি খুশী কারণ চূড়া থেকে আমার মা আর অন্যান্যদের সাথে টানা ৬ মিনিট ভিডিও কলে কথা বলতে পেরেছি। সেইসাথে চূড়া থেকে আশপাশের যতটুকু ভিডিও কলে দেখানো যায় দেখিয়েছি। বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রী তহুরা সুলতানা রেখা Trek With Nishat ২০২৩ এর চূড়ান্ত পর্বের বিজয়ী ছিলেন এবং তিনি গত এক বছর যাবৎ নিশাত মজুমদারের সাথে মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত আছেন।