বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম গতকাল সোমবার সকাল ১১টা ১০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার বিকাল ৫টায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বখশি হামিদ জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান নামাজে জানাযায় ইমামতি করেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।
তাজুল ইসলাম বাহারছড়া ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও পশ্চিম বাঁশখালী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি। চেয়ারম্যান তাজুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন– মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতেহারুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, শ্রম সম্পাদক খোরশেদ আলম, উপদেষ্টা সদস্য মুজিবুর রহমান, সদস্য অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল হক ও সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী প্রমুখ।