বাঁশখালীর বাহারচড়া ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

অপারেশন ডেভিল হান্ট

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৪:৫৭ অপরাহ্ণ

অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা কৃষক লীগের সহ সভাপতি রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সিকে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর থেকে গ্রেফতর করা হয়।

একইদিন পুঁইছড়ী যুবলীগ নেতা ফরহাদুল আলম চৌধুরীকে স্থানীয় প্রেমবাজার থেকে এবং নাশকতা মামলার আসামি কালীপুর ইউনিয়নের জনৈক মৃত হোসেনুজ্জামানের পুত্র মোঃ হেলাল (৩২)কে আটক করেছে পুলিশ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধএলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দুর্নীতির অভিযোগ, সিডিএ কার্যালয়ে দুদক
পরবর্তী নিবন্ধপুলিশ কমিশনার সাইফুলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ