বাঁশখালীর বাণীগ্রামে তিন দিনব্যাপী রাসবিহারী পূজা কাল শুরু

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

আগামী ৮, ৯ ও ১০ অগ্রহায়ণ ১৪৩০ বাংলা (২৫, ২৬ ও ২৭ নভেম্বর) বাঁশখালী উপজেলার বাণীগ্রামস্থ শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমে রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে শ্রী শ্রী রাসবিহারী পূজা, গীতা ও ভগবত পাঠ, ভোগারতি, তারকব্রহ্ম নাম সংকীর্তন, ধর্মীয় সঙ্গীতাঞ্জলি ও মহা প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজের স্নেহ ধন্য ঋষিপুত্র জয়প্রকাশ মিত্র চৌধুরী। এতে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শ্রীকৃষ্ণ সেবক সংঘ-বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট নারায়ণ চৌধুরী (বৈষ্ণব)।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ে মাতামুহুরী নদীর মৎস্যবৈচিত্র্য বিষয়ে সেমিনার
পরবর্তী নিবন্ধদুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয়