বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার নবগঠিত ২০২৫–২৬ সেশনের অভিষেক অনুষ্ঠান গত ৭ আগস্ট উক্ত শাখার সভাপতি ছাত্রনেতা শহিদ রেযার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা তারেক আজিজ আলমীর সঞ্চালনায় চাঁদপুর কাদেরিয়া হোসাইনিয়া রশিদিয়া দারুল উলুম সিনিয়র মাদ্রাসার হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম মহিউল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ–সাধারণ সম্পাদক আবু সিদ্দীক। প্রধান বক্তা ছিলেন, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার দাওয়া বিষয়ক সম্পাদক আবু সালাম।
প্রধান অতিথি এম মহিউল আলম চৌধুরী বলেন, আনোয়ারা টানেল রোডের সাথে সংযুক্ত করে বাঁশখালীর প্রধান সড়কটি সাধারণ মানুষের ক্ষতিসাধন না করে প্রশস্ত ও নিরাপদ করা বাঁশখালীবাসীর দীর্ঘদিনের দাবি। এই দাবির পক্ষে আমরা বিভিন্ন সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ ভিন্ন ভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। তারই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সচিবালয়ের মাধ্যমে একটি গেজেট প্রকাশ করেছে। তার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সড়কটি দ্রুততম সময়ের মধ্যে প্রশস্ত ও নিরাপদ করার জোর দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদ, দপ্তর সম্পাদক আজিম বিন মালেক, মুহাম্মদ শহিদ, হাসিবুল ইসলাম, কামাল, আরমান, হেলাল, ওসমান, জায়েদ, তারেক, রিদুয়ান প্রমুখ।