সম্প্রতি বাঁশখালীতে দুর্গাপূজা মণ্ডপ ভাঙচুর মামলায় বাঁশখালী বিএনপির একাংশের সভাপতি বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল সহ তিন বিএনপি নেতাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। অন্যরা হলেন, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার। তারা সম্প্রতি বাঁশখালীতে দুর্গাপূজা মণ্ডপ ভাঙচুর মামলায় জামিনের জন্য গতকাল রবিবার চট্টগ্রাম চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাদের জেল হাজতে পাঠান।